ইউনিয়ন পরিষদ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ পরিষদের সদস্যগণ । সরকার স্মারক নং- প্রজেই-৩/বিবিধ-১৪/২০০১/৮০১ ১০/০৯/২০০২ ইং তারিখ একটি পরিপত্র জারীর মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা ও দায়িত্বাবলী বন্টন করেছেন । ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্যদের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য রয়েছে । আবার এমনকিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে যেগুলো সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যরা যৌথভাবে পালন করেন ।
সংরক্ষিত আসনের সদস্যদের দায়িত্বঃ
- সংরক্ষিত আসনের সদস্যরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও এসিড নিক্ষেপ নিরোধ, বাল্যবিবাহ রোধসহ বিবাহ নিবন্ধন নিশ্চিত করার ব্যবস্থা করেন । তারা এই সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নারী ও শিশু কল্যাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ।
- নিজ ওয়ার্ড এলাকার আইন-শৃংখলা রক্ষা কমিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করেন ।
- সংরক্ষিত আসনের সদস্যগণ ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর এক তৃতীয়াংশের চেয়ারম্যান এবং মোট প্রকল্প কমিটির এক-তৃতীয়াংশ প্রকল্প কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন ।
- সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃক বিভিন্ন সময়ে নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করেন ।
-
সাধারণ আসনের সদস্যদের দায়িত্বঃ
- নিজ ওয়ার্ড এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ড আইন- শৃংখলা রক্ষা কমিটি গঠন ও সভাপতির দায়িত্ব পালন করেন । এই কমিটি ওয়ার্ডের অপরাধ,বিশৃংখলা,চোরাচালান দমন, অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করে ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার জন্ম-মৃত্যু,অন্ধ,ভিক্ষুক,দুঃস্থ ও অসহায় বিধবা,এতিম, গরীব প্রতিবন্ধী প্রভৃতি ব্যক্তিগণের নিবন্ধনের জন্য গ্রাম পুলিশের মাধ্যমে দুটি ফরম পূরণ করার ব্যবস্থা করেন । এর এক কপি নিজের কাছে রাখেন এবং অপর এক কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার আদমশুমারী সহ সকল ধরণের শুমারী পরিচালনায় কর্তৃপক্ষকে সহযোগিতা করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার গণ্যমাণ্য ব্যক্তি ও যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেন । এই কমিটির সভাপতির দায়িত্বও তিনি পালন করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ডের পুকুর বা পানি সরবরাহের বিভিন্ন জায়গায় শণ, পাট বা অন্যান্য গাছ ভেজানো, আবাসিক এলাকার মধ্যে চামড়া রং বা পাকা করা নিয়ন্ত্রণ করেন । আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যাণ্য বস্ত্ত উঠানো,ইট,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিয়ন্ত্রণে সহায়তা করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার অন্যান্য সংস্থার কাজে এবং ইউনিয়ন পরিষদ দর্শনার্থীদের নিরাপত্তা,আরাম-আয়েস ও অন্যান্য সুবিধা প্রদানে চেয়ারম্যানকে সহায়তা করেন ।
- সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃক বিভিন্ন সময়ে নির্দেশিত অন্যান্য কাজগুলো করেন ।
সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের যৌথ দায়িত্বঃ
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় কৃষি উৎপাদন বাড়ানো,বিভিন্ন আয় বর্ধক প্রকল্প/কর্মকান্ডে জনগণকে অংশ নিতে উৎসাহিত করে এসকল ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে সুপারিশ পেশ করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় নিরক্ষরতা দূরকরা,পরিবার পরিকল্পনা,জনস্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করে এ সংক্রান্ত প্রকল্প তৈরি করেন । প্রকল্প গৃহীত হলে তা বাস্তবায়নে সহায়তা করেন । ইউনিয়ন পরিষদ পরিচালিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ব্যবস্থাপনায় সহায়তা করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় জনগনের সম্পত্তি যথা-জনপথ,রাজপথ,সরকারী স্থান,উন্মুক্ত জায়গা,উদ্যান,খেলার মাঠ,কবরস্থান,শ্মশানঘাট,সভারস্থান,সৌধ,রাস্তা,পুল,সেতু,কালভার্ট,বাঁধ,খাল,বিল,টেলিফোন,বিদ্যুত,গ্যাস ইত্যাদি সংরক্ষণের ব্যবস্থা করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ ও ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় খেলাধুলার উন্নয়ন,গ্রন্থাগার,পাঠাগারের ব্যবস্থা ও জাতীয় উৎসব পালনের ব্যবস্থা এবং শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ ও সহায়তা প্রদান করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার পরিবেশ সংরক্ষণের ব্যবস্থাপনার জন্য গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ,অপসারণ, রাস্তা-ঘাট,ডোবা-নালা,হাজামজা পুকুর পরিস্কার,মৃত পশুর দেহ অপসারণ,পশু জবাই ও বিপদজনক ইমারত সহ যত্র তত্র ইমারত নির্মাণ নিয়ন্ত্রণ করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় নিরাপদ পানি ব্যবহারের জন্য কূয়া,নল কূপ,জলাধার,পুকুর,দিঘী ও পানি সরবরাহের বিভিন্ন উৎস সংরক্ষণ ও দূষণ রোধের ব্যবস্থা নেন ।
- ইউনিয়ন পরিষদের স্থায়ী (স্ট্যান্ডিং)কমিটিগুলোতে দায়িত্ব পালন করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় সার্বজনীন প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় প্রাথমিক স্কুলগামী শিশুদের স্কুলে পাঠানোর জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন ।
- সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার কর,রেট,ফি ইত্যাদি প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণে ইউনিয়ন পরিষদকে সহায়তা করেন ।