Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য কর্মসূচী

                                                                           *** ইপিআই কর্মসূচীঃ

· কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী ।

· কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্য কর্মী ।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

-লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের ০৮টি রোগের বিরম্নদ্ধে প্রতিরোধ টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল এর মাধ্যমে রাতকানা রোগ  ও অপুষ্টি প্রতিরোধ ।  মায়েদের কে টিটি টিকার মাধ্যমে মা এবং নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদের-কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পুরন। মূল লক্ষ্য হচ্ছে, শিশু ভোগামিত্ম এবং মৃত্যুহার কমানো ।
· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা এবং ০- ৬০মাস  বয়সী সকল শিশু ।

                                                                   

                                                                              *** ই ও সি কর্মসূচীঃ

· কর্মসূচীর নামঃ  প্রসুতি সেবা ।

· কর্মসূচী বাস্তবায়নকারী ঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  এবং ই ও সি অমত্মর্ভুক্ত হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স ।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

· লক্ষ্য ও পদ্ধতি - নিরাপদ মাতৃত্ব ,বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো ।

· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী - সকল গর্ভবতী মা ।

                                                                         *** এ আর আই কর্মসূচীঃ

· কর্মসূচীর নাম - এ আর আই ।

· কর্মসূচী বাস্তবায়নকারীঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের সকল ডাক্তার,

চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

· লক্ষ্যও পদ্ধতি - শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো ।

· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল শিশু ।

                                                            *** টিবি এবং লেপ্রোসী কন্ট্রোল কর্মসূচীঃ

· কর্মসূচীর নামঃ যক্ষ্মা ও লেপ্রোসী কন্ট্রোল কর্মসূচী ।

· কর্মসূচী বাসত্মবায়নকারীঃ  ব্র্যাক এবং স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয় ।

· লক্ষ্যও পদ্ধতিঃ মূল লক্ষ্য হচ্ছে ওপেন কেইস সনাক্ত করে চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগের বিসত্মার

নিয়ন্ত্রন করা ।

· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ বাংলাদেশের সকল জনগোষ্ঠী ।

                                                                            *** আর্সেনিক  কর্মসূচীঃ

· কর্মসূচীর নামঃ আর্সেনিকোসিস রোগ নির্ণয় কর্মসূচী ।

· কর্মসূচী বাস্তবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং তাহার আওতাধীন সকল স্বাস্থ্য কর্মী ।

· অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পঃ কঃ মন্ত্রণালয় ।

· লক্ষ্য ও পদ্ধতিঃ মূল লক্ষ্য হচ্ছে আর্সেনিকোসিস রোগ নির্ণয় এবং তাহার চিকিৎসা প্রদান ।

· আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল জনগোষ্ঠী ।

এ ছাড়াও অন্যান্য সকল ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় ।

 

 

স্বাস্থ্য

 

স্বাস্থ্যসেবা আমাদের অন্যতম মৌলিক চাহিদা। প্রতিদিনই আমাদের অসংখ্য স্বাস্থ্যবিষয়ক তথ্যের দরকার হয় । সর্বসাধারণকে তথ্য ও আনুষঙ্গিক সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো থেকে সবাইকে যথা সময়ে সঠিক স্বাস্থ্য তথ্য সরবরাহ করার উদ্দেশ্যেই জাতীয় ই-তথ্যকোষের স্বাস্থ্য পাতাটি । বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের তৈরি ও প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করে তথ্যকোষের স্বাস্থ্য বিভাগকে সমৃদ্ধিতে সহায়তা করেছেন । এ বিভাগে স্বাস্থ্যবিষয়ক তথ্যাদি টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন এবং ছবি আকারে পাওয়া যাবে ।

 
 

স্বাস্থ্যসম্মত পায়খানা

 

Image এ কনটেন্টে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের প্রয়োজনীয়তা ও সুবিধা, তৈরির নিয়ম, পায়খানা তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ ও ব্যবহারের নিয়ম সর্ম্পকে আলোচনা করা হয়েছে। পরিবেশ সুন্দর ও সুস্থ্ থাকার জন্য নিয়ম মে...বিস্তারিত

 

তামাক

 

Image এ কনটেন্টে তামাক সেবনে স্বাস্থ্যগত ও অন্যান্য ক্ষতি এবং বাংলাদেশে এর ভয়াবহতা সর্ম্পকে আলোচনা করা হয়েছে। বিস্তারিত

 

 

আর্সেনিক

 

Image এই কনটেন্টে আর্সেনিকের সার্বিক দিক সম্পর্কে, যেমন - আর্সেনিক কী, আর্সেনিক দূষণের কারণ, দূষণের ক্ষতিকর দিকসমূহ, এর প্রতিকার, প্রতিরোধ, পানি বিশুদ্ধকরণ পদ্ধতি, আর্সের্নিক বিষয়ে সামাজিক অবস্থা ইত্যাদি...বিস্তারিত

সোয়াইন ফ্লু

 

Image সোয়াইন ফ্লু ভবিষ্যতে মহামারী আকারে দেখা দিতে পারে। যার ফলে কয়েক কোটি মানুষের মৃত্যু হতে পারে। এ রোগ থেকে বাঁচতে হলে এ রোগের লক্ষণ, কীভাবে সংক্রামিত হয়, নিজেকে নিরাপদ রাখার উপায় সম্পর্কে এ কনটেন্টে ...বিস্তারিত

 

নিরাপদ পানি ব্যবহার

 

Image এই কনটেন্টে টিউবওয়েলের পানি ব্যবহারে সতর্কতা, দূষিত পানি পান করলে যেসব রোগ হয়, পুকুর, খাল ও নদীর পানি কীভাবে দূষিত হয়, পানি নিরাপদ করার উপায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। বিস্তারিত

 

এইচ আই ভি / এইডস

 

Image এইচ আই ভি থেকে বাঁচতে হলে কিছু বিষয় জানতে হবে। যেমন- এইচ আই ভি / এইডস কীভাবে ছড়ায় , কীভাবে ছড়ায় না, বাঁচার উপায়, নারীরা কেন বেশি ঝুঁকিপূর্ণ, সামাজিক অপবাদ ও বৈষম্য এসব প্রয়োজনীয় বিষয় নিয়ে এই কনটেন্...বিস্তারিত

 

গর্ভবতী মায়েদের জন্য

 

Image বিভিন্ন ভুল ধারণা দূর করাসহ মা হওয়ার পূর্ব লক্ষণ, গর্ভবতী মায়েদের খাবার ও কাজ, হাসপাতালে মায়ের স্বাস্থ্য পরীক্ষা, গর্ভকালীন জটিলতা, মায়ের প্রস্তুতি, বাচ্চা হওয়ার সময় প্রয়োজনীয় প্রস্তুতি, প্রসবকালীন...বিস্তারিত

 

লতাপাতার ঔষধি গুণ - মসলা

 

Image আমাদের দেশে দৈনন্দিন জীবনে রান্নাবান্নার কাজে বিভিন্ন মসলা ব্যবহার করা হয়। এসব মসলা খাবারকে সুস্বাদু করে। এসব মসলার রয়েছে নানাবিধ ঔষধি গুণ, যা বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে। এ শিক্ষা উপকরণটিতে আমাদের...বিস্তারিত

 

অস্টিওপোরসিস