সদর উপজেলা হতে ১২ কিঃমিঃ পশ্চিমে পাকা রাস্তার ১ কিঃমিঃ পশ্চিমে ভাল যোগাযোগ ব্যবস্থায় বিদ্যালয়টি অবস্থিত। জমির পরিমান ৪২৭ শতাংশ। ভবন সংখ্যা-৩ টি, কক্ষ সংখ্যা-৮টি ও অফিস কক্ষ ১ টি।
গৌরীপুরের জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহীড়ী চৌধুরী বিদ্যালয়টির জমির মালিক ও দখলকার হিসাবে ১৮৮৬ খ্রিষ্টাব্দে তার মায়ের স্মৃতি রক্ষার্থে মায়ের নাম (স্বর্নময়ীদেবী)অনুসারে অত্র বিদ্যালয়টি স্বর্নময়ী মধ্য ইংরেজী বিদ্যালয় নামে স্থাপন করেন। পরবর্তীতে উহা এলাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে সরকারি অনুমোদন লাভ করে। বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনিক কর্মকর্তাদের সার্বক্ষনিক সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হয় বিধায় লেখাপড়ার মান অত্যন্ত ভাল।
বর্তমান কমিটির সদস্য সংখ্যা-১২জন
২০০৭-১০০%,
২০০৮-৯৯%,
২০০৯-১০০%,
২০১০-১০০%,
২০১১-১০০%
ট্যালেন্টপুল ২৬ জন, সাধারন ৩৪ জন।
ভর্তির হার-১০০%, ঝড়ে পড়ার হার কমেছে। শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়টি ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেশ কয়েকবার উপজেলার শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত হয়েছে
প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, অধিকহারে প্রাথমিক বৃত্তি প্রাপ্তির প্রত্যাশা ও ভৌত অবকাঠামো উন্নয়ন।
গ্রাম- সানবাড়ি, ডাকঘর- এলাসিন,
উপজেলা- দেলদুয়ার, জেলা- টাংগাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস